শিক্ষাঙ্গন

ছন্দে তোমাকে

নিউজ জাতীয় বাংলাদেশ

ছন্দে তোমাকে
— মাইন উদ্দিন আহমেদ

ছন্দের বন্ধনে বাঁধবার চেষ্টা করবো তোমাকে
এতোটা বেওকুফতো আমি নই
বর্ননার সময় কোন ছন্দ এসে যদি
তোমার প্রেমে মজে ঢুকে পড়ে এ লেখায়
তাকে আমি করিনা বিতাড়িত
তোমাকে রাঙ্গাবার সুযোগটা দেই তাকে
আবার যখন আমি দেখি
স্বেচ্ছায় এগিয়ে আসা ছন্দ
পারছেনা চিত্রায়িত করতে তোমায় যথাযথ
আমি ছন্দের প্যারেড থেকে
এক হাত বের করে বিদ্যূত গতিতে
পাশের বাগান থেকে ছিঁড়ে নেই
তোমার উপযোগী একটি ফুল
কোন সেনা-ই নেবেনা এরকম ঝুঁকি
কমান্ডারও খেয়াল করে উঠতে পারেনা
কাছের দুই সেনা ঘোরে পড়ে যায়
কি যেনো কি হলো মনে করে
অবশেষে ভাবে ঝিমুনী এসেছিলো বুঝি!
তোমাকে বন্দী করবো ছন্দে
এরকম আমি ভাবিনি কখনো
কোনখান থেকে শুরু হবে আর
কোথায় যে হবে এর শেষ–
প্রতি বাঁকেইতো তুমি অনন্ত অশেষ!
তোমার অবয়বে রেখে চোখ
পদযুগল বেয়ে উঠে যায় উপমা অগণন,
তুমি কি আজীবন নিজ গুণে ক্ষমা করে যাও
উত্থানে উত্থানে ওদের অবশ্যম্ভাবী স্খলন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button