কবিতাকে ডাকি
– মাইন উদ্দিন আহমেদ
কবিতাকে মিষ্টি স্বরে অনেক দিন ডেকেছি,
জীবনের পথ ধরে হেঁটে যেতে দেখেছি।
একবার তাকিয়ে সে বেগবতী চলে যায়,
বিজ্ঞজনে প্রশ্ন করি: তারে কাছে কেবা পায়?
উত্তরে বলেন তিনি: কাছে পাবার মানে কি,
তোমার মনের খবর কবিতায় জানেকি?
শবরীপা ডেকেছিলো চর্যাপদের কালে,
সান্নিধ্য লেখেনি বিধি সে কবির ভালে।
চন্ডীদাস ভেবেছিলো, কাব্য রজকিনী,
আমরা সবাই জানি সেসব কাহিনী।
রবিবাবু ডেকেছিলেন কবিতারে সুরে,
জীবন দেবতা শুধু এলো ঘুরেঘুরে।
নজরুল রেগে কহে: কবিতা তুমি কোথা?
কি করে যে কেড়ে নিলো ওর সব কথা!
কবিতাকে কাছে ডাকার কি দরকার বলো?
ও নেচে চলে যাক তুমি শুধু লিখে চলো।