জেলার খবর

বাঁশখালীকে আধুনিক উপজেলায় পরিণত করতে নানামুখি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: এমপি মোস্তাফিজ।

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালীকে আধুনিক উপজেলায় পরিণত করতে নানামুখি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: এমপি মোস্তাফিজ।

পাহাড় এবং সাগর ঘেরা প্রকৃতিকন্যা বাঁশখালীকে একটি আধুনিক উপজেলায় রুপান্তরিত করতে নানামুখী পরিকল্পনা গ্রহন করা হয়েছে বলে জানালেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

২৪ নভেম্বর’২০ ইং মঙ্গলবার বিকাল ৩ টার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের পুর্ব বড়ঘোনার দির্ঘ প্রতিক্ষিত বাংলাবাজার-খাটখালী শহীদ বদিউল আলম সড়কের সংস্কার কাজ শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালীর সাংসদ, অর্থ ও পানিসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব মাস্টার শামসুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা শিহাবুল হক সিকদারের সঞ্চালনায় বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর করিম শরীফি, বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র দোলোয়ার হোসেন,মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি,কাউন্সিলর জমশেদ আলম, উপজেলা ওলামালীগের সভাপতি আক্তার হোসেন, গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল আলম, দক্ষিন জেলা ছাত্রলীগের সহ সভাপতি ছাত্রনেতা নাইমুদ্দীন মাহফুজ।

উল্লেখ্য: ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা বাংলাবাজার ব্রীজের পশ্চিম-দক্ষিন পার্শ্বে (বাংলাবাজার -খাটখালী) সুপ্রাচীন শহীদ বদিউল আলম সড়কের ১৫ শত মিটার বিসি দ্বারা উন্নয়ন কাজের একটি সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়। ইউনিয়নের অনেক পুরাতন ও গুরুত্বপুর্ন এ সড়কটির সংস্কার ও উন্নয়ন দির্ঘদিন ধরে উপেক্ষিত ছিল।

বছরের পর বছর ধরে উপেক্ষিত হয়েছে এলাকাবাসীর দাবী, অবশেষে বাঁশখালীর উন্নয়নের রুপকার খ্যাত আধুনিক বাঁশখালী নির্মানের স্বপ্নদ্রস্টা বাঁশখালী গনমানুষের নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি’র হাতেই সূচিত হল প্রাচীন এ সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ।

সর্বস্তরের এলাকাবাসী এজন্য শোকরিয়া আদায়সহ এমপি মহোদয়ের কাঁছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সুশীল সমাজের প্রত্যাশা মাননীয় সাংসদ গুরুত্বপুর্ন সড়ক শঞীদ বদিউল আলম সড়কের আংশিক কাজের সংস্কার উদ্বোধন করলেও ধাপে ধাপে খাটখালী পর্যন্ত সড়কটির কাজ সম্পন্ন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী আরো বলেন, এই সড়ক এখানকার মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানে অভূতপূর্ব উন্নয়ন হওয়া। বাঁশখালীর উন্নয়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। ইতোমধ্যে বাঁশখালীতে হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। চলমান রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সহ বেড়িবাঁধের নির্মানের কাজ।

অচিরেই বদলে যাবে বাঁশখালীর চেহারা। তিনি আরও বলেন, বাঁশখালীতে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভবন করে দেয়া হয়েছে। নতুনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যে বাঁশখালীর প্রধান সড়ক ও বেড়িবাঁধের কাজ শেষ পযার্য়ে। চলমান রয়েছে একাধিক রাস্তা, কালভার্ট ও ব্রিজ নির্মানের কাজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে।

যার ধারাবাহিকতায় দেশে উন্নয়ন অব্যাহত রয়েছে । পূর্ব বড়ঘোনার মানুষ এ সড়কটি সংস্কারের দাবী ছিল দীর্ঘদিনের। তা আজ পূর্ণ হলো। এ সড়কের কাজ পরিপূর্ণ হলে অন্যান্য ইউনিয়নের সাথে যোগাযোগ আরো গতিশীল হবে। আগামীতে বাঁশখালীকে আধুনিক উপজেলায় পরিণত করতে নানান পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

পরে ফলক উন্মোচন করে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি। অনুষ্টানে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button