নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ ৬ শত টাকা জরিমানা।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি-ঃ
নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ ৬ শত টাকা জরিমানা।
নোয়াখালী সদর উপজেলার হাসপাতাল রোডে সেন্ট্রাল হসপিটাল সংলগ্ন এলাকায় আজ মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. সাইফুল্লাহ।
অভিযান পরিচালনাকালে লাইসেন্স নবায়নবিহীন ফার্মেসী পরিচালনা, অননুমোদিত ও অবৈধভাবে আমদানিকৃত ঔষধ ও চিকিৎসা সরঞ্জামাদি সংরক্ষণ ও বিক্রির দায়ে ড্রাগ অ্যাক্ট, ১৯৪০ মোতাবেক সেন্ট্রাল মডেল ফার্মেসীকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও মাস্ক পরিধান ব্যতিরেকে চলাচলের অভিযোগে অন্য একটি পৃথক মামলায় তিন জনকে ৬০০/- (ছয়শত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় আশেপাশের দুস্থ মানুষজনের মধ্যে জেলা প্রশাসন, নোয়াখালীর পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মাসুদুজ্জামান খান,সহকারী পরিচালক,ঔষধ প্রশাসন, নোয়াখালী এবং সুধারাম থানা পুলিশ।