পাইকগাছায় নবলোক নির্মিত হ্যান্ডওয়াশিং ডিভাইস উদ্ধোধন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় নবলোক নির্মিত হ্যান্ডওয়াশিং ডিভাইস উদ্ধোধন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল।
পাইকগাছা উপজেলার ২২ পয়েন্টে এনজিও সংস্থা নবলোক কর্তৃক নির্মিত হয়েছে হ্যান্ডওয়াশিং ডিভাইস এর স্বাস্থ্য সুরক্ষা। যার একটি পাইকগাছা আদালত পাড়ায় স্থাপন করা হয়েছে। শনিবার ২৫ জুলাই কোর্ট চত্বরে এটির উদ্বোধন করেন পাইকগাছা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব পলাশ কুমার দালাল।
জানাগেছে, আদালতে আগত ব্যক্তিবর্গ, আইনজীবি ও আইনজীবি সহকারীদের করোনা সংক্রমন থেকে সুরক্ষা দেওয়ার জন্য নবলোক কর্তৃক নির্মিত হ্যান্ডওয়াশিং ডিভাইসের এ শুভ উদ্ধোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ জনাব মোঃ সালাহউদ্দিন, আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট জি. এম. আব্দুস সাত্তার, সম্পাদক এ্যাডভোকেট শেখ তৈয়ব হোসেন নুর সহ অন্যান্য এ্যাডভোকেট বৃন্দ।
উল্লেখ্য যে, ওয়াটার এইড বাংলাদেশ ও সিডার অর্থায়নে পাইকগাছা পৌরসভার সহযোগীতায় কোভিট-১৯ প্রকল্পের আওতায় নবলোক পৌরসভার গুরুত্বপুর্ন স্থানে ২২টি হ্যান্ডওয়াশিং ডিভাইস স্থাপন করেছে।