নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়ার আসর জম জমাট।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ দক্ষিণপাড়া এলাকায় পুলিশকে ম্যানেজ করে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়ার আসর জমে।
দিন-রাত চলে এ জুয়ার আসর। সোনাব গ্রামের আমির হোসেনের পুকুরপাড়ের ডেরায় চলে এ জুয়ার আসর। জুয়ার আসরে আসা-যাওয়ার জন্য তৈরি করা হয়েছে ১০০ ফুট দৈর্ঘ্যরে বাঁশের সাঁকো।
এ সাঁকো দিয়ে শুধু জুয়ারিরা আসা-যাওয়া করে। জুয়ার আসরেই চলে খাওয়া-দাওয়াও। ওই স্পটের পাশে কয়েক হাজার বিরিয়ানীর খালী প্যাকেট ও শত শত বাণ্ডিল তাস পরে রয়েছে। এখান থেকে প্রতিদিন ভুলতা ফাঁড়ি পুলিশ পেয়ে থাকেন মোটা অংকের টাকা।
এ তথ্য জুয়ারি ফর্মাদের। এ আসরের নিয়োজিত ৮জন ফর্মা রয়েছে। প্রতি ৬ ঘন্টা অন্তর ফর্মাদের ডিউটি পরির্বতন হয়। তারা মর্তুজাবাদ দক্ষিণপাড়া দোকানের পাশে ও আউখাবো নামা সড়কে বসে থাকে। র্যাব, পুলিশ বা সন্দেহজনক লোক দেখলেই জুয়াড়িদের ফোনে তথ্য জানিয়ে সর্তক করে দেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৩০-৩৫জন জুয়ারি এ আসরে যুক্ত হয়। দিনভর চলে শত শত টাকার আসর। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অন্তত ১০ লাখ টাকার খেলা হয়। কেউ প্রতিবাদ করলেই হুমকি-ধামকি দেয়া হয়।
মর্তুজাবাদ দক্ষিণপাড়া গ্রামের মন্টুর ছেলে কাদির, সিরাজল ইসলামের ছেলে ইকবাল, তালুকদারের ছেলে আফজাল, বোবির ছেলে আবু তাহেরসহ ৮জন ফর্মা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে। তাদের ৬ ঘন্টা ডিউটি করলে জনপ্রতি ৫০০ টাকা দেয়া হয়। এ জুয়ার আসরের পাশেই চলে গাঁজা ও ইয়াবা সেবন।
এ আসরের ফর্মারাই মাদক বেচাকেনার সাথেও জড়িত। সম্প্রতি মাদক বিক্রেতা ও ফর্মা আবু তাহের নামে একজনকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। জেলহাজত থেকে বেরিয়ে পুনরায় মাদক পেশায় জড়িয়ে পরে।