জেলার খবর

কুষ্টিয়ার দুই নির্দোষ সাংবাদিকের মুক্তির দাবী জানিয়েছে আরজেএফ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দুই নির্দোষ সাংবাদিকের মুক্তির দাবী জানিয়েছে আরজেএফ

এক প্রেস বিজ্ঞপ্তিঃ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেছেন।

দেশের বিভিন্ন সরকারী স্থাপনায় রডের বদলে বাঁশ দিলে দোষ হয় না, দোষ হয় সত্য তথ্য তুলে ধরলে,
তিনি বলেন এসব ক্ষেত্রে লক্ষ করা গেছে প্রশাসনও দুর্নীতিবাজদের পক্ষে দালালি নেয়। অসৎ ঠিকাদার রডের বদলে বাঁশ ব্যাবহার দেশের একটি আলোচিত হাস্যকর বিষয়।

তেমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি কুস্টিয়ায়। সেখানকার একজন ঠিকাদার কুস্টিয়া মেডিকেল কলেজের নির্মাণ কাজে রডের বদলে বাঁশ ব্যাবহার করছিল। যা ভয়েস অব কুস্টিয়া নামে একটি অনলাইন নিউজ পোর্টালে তুলে ধরছিল ঐ পোর্টালের সম্পাদক শাহীন আহম্মেদ জুয়েল ও বার্তা সম্পাদক অব্জন কুমার শীল।

তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা জুড়ে দেন ঠিকাদার। তিনি যুব লীগের নেতা বলেও জানা যায়।
আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম কুস্টিয়ার ঐ দুই সাংবাদিকের মুক্তি দাবী করে বলেন দুর্নীতিবাজ ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে হবে। তিনি আরও বলেন,

সাংবাদিক নির্যাতন বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিক সমাজ ও সকল সাংবাদিক সংগঠন গুলো কে এগিয়ে আসতে হবে। নয়তো আপনার আমার সাথে এর যেও ভয়ঙ্কর অনেক কিছুই ঘটতে পারে আগামী দিনে।
নির্দোষ সাংবাদিকের উপর হামলা মামলার বিচার চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button