আরো...

বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন গোলাম মর্তুজা পাপ্পা গাজী

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন গোলাম মর্তুজা পাপ্পা গাজী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

বুধবার ২২ সেপ্টেম্বর বিকালে মাঝিনা- মাইলাবো সড়ক, বরুণা-বসুলিয়া সড়ক, বরুণা বাজারের সেট,তালাশকুট-সুতিরপাড় সড়ক ও বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি।

বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রী কমিটির সদস্য এডভোকেট আনিছুর রহমান দিপু।

রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানউল্লাহ, আওয়ামী লীগ নেতা শেখ সাইফুল ইসলাম, মতিউর রহমান আকন্দ, তাবিবুল কাদির তমাল, আওয়ামী লীগ নেতা শ্রী রবী রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, তারাব পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, লায়ন বি এম আতিকুর রহমান আতিক, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, ছাত্রলীগ।

নেতা আশিকুল ইসলাম খোকন, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল,

সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, ইউপি সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, সাধারণ সম্পাদক নাদীম হোসেন অপুসহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button