প্যারিসে এলো নতুন ডায়মন্ড : পিএসজি
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতেই (পিএসজিতে) যোগ দিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।
মঙ্গলবার প্যারিসে স্বাক্ষরিত হয়েছে মেসি-পিএসজি চুক্তি। মেসিকে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বসিত ক্লাবটি।
🔛📽️ – Day 1⃣ of Messi in Paris
❤️💙 #PSGxMESSI pic.twitter.com/WZgmASiEcj
— Paris Saint-Germain (@PSG_English) August 11, 2021
মঙ্গলবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে মেসির আগমণের অনেকগুলো ভিডিও পোস্ট করেছে পিএসজি। সেখানে ক্যাপশনে লেখা হয়, ‘প্যারিসে এলো নতুন ডায়মন্ড’। বিভিন্ন পোস্টের মাধ্যমে স্বাগত জানানো হয় মেসিকে।
A new 💎 in Paris!
PSGxMESSI ❤️💙 pic.twitter.com/scrp1su9a6
— Paris Saint-Germain (@PSG_English) August 10, 2021
এছাড়া পিএসজির জার্সি পরা মেসির ছবি পেজের কভার ছবি হিসেবে দেওয়া হয়েছে যা ৬-৭ ঘন্টাতেই গড়েছে রেকর্ড। এর আগে পিএসজির ফেসবুক পেজের কোনো কভার ছবিতে এতো ‘রিএক্ট’ আসেনি।
বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিন শ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। ২ বছরের চুক্তি হয়েছে মেসি ও পিএসজির মধ্যে। এছাড়া আরো এক বছর ঐচ্ছিক হিসেবে রাখা হয়েছে। এর আগে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয় মেসির।