খেলাধুলা

কোপা আমেরিকা টুর্নামেন্টে ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যকার ফুটবল খেলার বিতর্ক ও ফিফার রুল পর্যালোচনা

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

কোপা আমেরিকা টুর্নামেন্টে ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যকার ফুটবল খেলার বিতর্ক ও ফিফার রুল পর্যালোচনা

বুধবার (২৪শে জুন-২০২১) সকাল ৬ঘটিকায় সময় কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট -২০২১ এর গ্রুপ এর খেলায় ব্রাজিল বনাম কলম্বিয়া দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় প্রথময়ার্ধে ১ গোলে কলম্বিয়া এগিয়ে ছিল।দ্বিতীয়ার্ধে ব্রাজিল গোল পরিশোধের জন্য একের পর এক আক্রমণ করতে থাকে এক পর্যায়ে নেইমারের বাড়ানো পাস রেফারির শরীরে লেগে বল ব্রাজিলের খেলোয়াড়ের পায়ে পড়লে তার বাড়ানো ক্রস থেকে ব্রাজিলের ফিরমিনো হেড দিয়ে কলম্বিয়ার জালে জড়িয়ে গোল করেন।

এ’সময় ব্রাজিলের খেলোয়াড়বৃন্দ গোল উৎসব শুরু করেন অপর দিকে কলম্বিয়ার খেলোয়াড়গন গোল বাতিলের দাবিতে রেফারির নিকট জোর আবেদন শুরু করেন।এ’নিয়ে রেফারির নিকট প্রায় ৭ মিনিট সময় চাপ সৃষ্টি করেন। রেফারি গোল বহাল রেখে পুনরায় খেলা শুরু করার জন্য বাঁশি বাজান।খেলা চলতে থাকে। এ’খেলায় গোল বাতিলের দাবিতে ৭ মিনিট খেলা বন্ধ ছিল সেই খেলার ধারাবাহিক ৩ মিনিট অতিরিক্ত সময় মোট ১০ মিনিট সময বাড়িয়ে দেন রেফারি।

অনেক ফুটবল প্রেমী সমর্থকদের এ’বিষয়ে ফিফার ফুটবল খেলা পরিচালনা ও নিয়ম রীতি সমন্ধে পরিস্কার ধারনা না থাকার কারণে বিভিন্ন প্রশ্ন ও অহেতুক বিতর্কের সৃষ্টি করেন। যাহা বিভিন্ন দলের সমর্থকদের মাঝে ফুটবল খেলা নিয়ে বিতর্ক, ঝগড়া- দ্বন্দ্বের সৃষ্টি হয়ে। যাহা কোন ক্রমেই কারোর জন্যই শুভকর না।

তাদের অবগতির জন্য বিষয় গুলো সমন্ধে ধারনা কল্পে নিচের বিষয় গুলো মন দিয়ে পড়ে জানা জরুরি ও গুরুত্বপূর্ণ।

১. এক্সট্রা টাইম কেনো ১০ মিনিট দেয়ার কারণ এক্সট্রা ১০ মিনিট দেয়ার কারন হলো ব্রাজিল প্রথম গোল দেয়ার পর VAR চেক এবং প্লেয়ারদের সাথে কথা বলার সময় ৭ মিনিট খেলা বন্ধ ছিলো। সো এই সাত মিনিট এবং এডেড টাইমের সাথে এড করা হইছে।

২. রেফারীর গায়ে বল লাগার পরও কেনো খেলা বন্ধ করে ড্রপড বলের মাধ্যমে খেলা শুরু হলো না?

রেফারীর গায়ে বল লেগে ড্রপড বলের জন্য ফিফার তিনটা রুলস আছে–

ক. যদি খেলার সাধারন অবস্থা থেকে রেফারির গায়ে বল লাগার পর এটাক শুরু হয়।
খ. যদি রেফারির গায়ে বল লাগার পর বলের ডিরেকশন চেঞ্জ হয়ে গোল হয়ে যায়।
গ. যদি রেফারির গায়ে বল লেগে একদলের বল পজেশন চেঞ্জ হয়ে অন্য দলের কাছে বল চলে যায়।

ব্রাজিলের প্রথম গোলে এই তিনটির কোনটাই ঘটেনি।

বল পজেশন চেঞ্জ হয় নি, সরাসরি গোল হয়নি এবং অলরেডি ব্রাজিল এটাকে ছিলো মানে রেফারির গায়ে বল লাগার পর এটাক শুরু হয়নি।
উল্লেখ্য – জানামতে আজকের ফুটবল খেলা পরিচালনা করেছেন আর্জেন্টাইন রেফারি তারপরও মূল বিতর্ক করছেন আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button