ঘরে তেলাপোকা তাড়াতে কিছু টিপস
তেলাপোকা বিভিন্ন রোগের কারন।তেলাপোকা তাড়ানোর কিছু ঘরোয়া উপায়-
১) শসা তেলাপোকা তাড়াতে বা দূর করতে অনেক বেশী কার্যকর। একটি অ্যালুমিনিয়াম ক্যানে শসার কিছু খোসা নিন।এবার এই ক্যানটি তেলাপোকা আসার স্হানে রেখে দিন। দেখবেন তেলাপোকার উপদ্রব বন্ধ হয়ে গেছে। শসার খোসা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়ায় দুগন্ধের সৃষ্টি করে।যে গন্ধে তেলাপোকার মৃত্যু হয়।
২) একটি মগে এক লিটার পানি নিন এবং এতে একটি রসুনের কোয়া,একটি পেঁয়াজের পেস্ট এবং এক টেবিল চামচ গোল মরিচের গুড়ো দিয়ে মিশিয়ে নিন,এবার এটি স্প্রে করে দিন যেসব জায়গায় তেলাপোকার বিচরণ।দেখবেন তেলাপোকা আর নেই।
৩) কয়েকটা তেজপাতা গুঁড়ো করে নিন।যেসব জায়গায় তেলাপোকা আসতে পারে সেখানে তেজপাতার গুড়ো রেখে দিন।তেলাপোকা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না।এটি তেলাপোকা মারবে না কিন্তু তেলাপোকাকে ঘর থেকে বের করে দিবে।