জেলার খবর

পাইকগাছা থানা পুলিশের হাতে আটক দুই বিকাশ প্রতারক

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছা থানা পুলিশের হাতে আটক দুই বিকাশ প্রতারক

খুলনার পাইকগাছা থানা পুলিশ উন্নত প্রযুক্তির মাধ্যমে দু’বিকাশ প্রতারককে আটক করেছে। শনিবার বাজার থেকে তাদের আটক করা হয়। আটক কপিলমুনি ইউপির মোস্তাক গাজীর পুত্র ছালাম গাজী ও রুহুলামীন গাজী।

শনিবার সকালে দু প্রতারককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে গত ২৪ ফেব্রয়ারী কপিলমুনি ইউপির নাসিরপুর পালপাড়ার মৃত সমর পালের ছেলে বাসুদেব পাল কপিলমুনি স্বর্ণপটিতে সালাম কম্পিউটারে একটি বিকাশ একাউন্ট খোলার জন্য যায়। তখন সালাম কম্পিউটার বসা রুহুলামীন গাজী তার নিজস্ব মোবাইল দিয়ে ০১৯৮৯৮৭৩১৬৮ নং একটি বিকাশ একাউন্ট খুলে তাকে পিন নং জানিয়ে দেন।

ভুক্তভোগী বাসুদেব জানান, আমি পার্শবর্তি দোকানে টাকা তুলতে গেলে দেখি আমার বিকাশ একাউন্ট থেকে কে বা কারা বিশেষ কায়দায় তথ্যপ্রযুক্তি সাহায্যে ৪ হাজার সাত শত টাকা উত্তলন করে নিয়েছে। পরবর্তিতে দেখাগেছে ০১৭৫৬৮৩৪৪৩৯ নং একাউন্ড থেকে টাকা তুলে নিয়েছে এবং সঙ্গে সঙ্গে সেই মোবাইলে কলকরে দেখাগেছে কপিলমুনি বাজারে একটি বেকারী মালিক সাত্তারের নাম্বার। তার কাছে জানতে পারি লম্বা কালো একটি ছেলে টাকা তুলে নিয়ে গেছে। তখন পুলিশকে জানালে ওসি এজাজ শাফীর নেতৃত্বে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দু বিকাশ প্রতারককে আটক করে পুলিশ।

এলাকা বাসি জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে এ সমস্থ কর্মকান্ড করে আসছে। তাদেরকে আইনের আওতায় আনার জন্য ওসি কে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। ওসি এজাজ শাফী জানান, প্রতারকরা যতই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবেনা। অন্যায় কারীকে আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button