দেবিদ্বার রূপসী বাংলা ফাউন্ডেশন ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এর যৌথ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।
কুমিল্লার দেবিদ্বার,সংবাদদাতা-ঃ
দেবিদ্বার রূপসী বাংলা ফাউন্ডেশন ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এর যৌথ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।
কুমিল্লার দেবিদ্বারে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করলেন দেবিদ্বার রূপসী বাংলা ফাউন্ডেশন ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এর প্রতিষ্ঠাতা মোঃ জামাল হোসেন সরকার।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার পৌর এলাকার ছোটআলমপুরে ৪৫ টি অসহায় দরিদ্র পরিবার ও একটি এতিমখানায় চাল, চিনি, সেমাই, নুডুল্স, গুড়া দুধ, কিসমিস উপহার সামগ্রী বিতরণ করেছেন দেবিদ্বার রূপসী বাংলা ফাউন্ডেশন ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এর প্রতিষ্ঠাতা মোঃ জামাল হোসেন সরকার।
আজ বৃহস্পতিবার দুপুরে মোঃ জামাল হোসেন সরকার ব্যক্তিগত তহবিল থেকে করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সবাই সবাই মতো করো অসহায় পরিবারের মাঝে ঈদ ভাগাভাগি করুক। তাতে করে সকলের মুখে হাসি ফুটবে। আর আম্পান যেহেতু দেশের ক্ষয়-খতি করেছে সেক্ষেত্রে দেশের উন্নয়নেও সকলকে এগিয়ে আসতে হবে।