কবরের উপর মার্কেট নির্মান বন্ধের দাবীতে মানববন্ধন।
সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়নগঞ্জ)
কবরের উপর মার্কেট নির্মান বন্ধের দাবীতে মানববন্ধন।
(১২ সেপ্টেম্বর) শনিবার বাদ আসর নামাযের পর নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের।
বৃহত্তর শাহী মহল্লা কবরস্থানে কবরের উপর মার্কেট নির্মান ও সভাপতি আলাউদ্দিন হাওলাদার এবং সাধারন
সম্পাদক হুমায়ন কবির এর পদত্যাগের দাবীতে মানব বন্ধনের আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের প্রায় ১০ হাজার কবরের উপর।
মার্কেট নির্মান করেছেন কবরস্থান কমিটি।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। সেখানে বাবার কবর খুঁজে পাচ্ছে না চার বছরের শিশু আহনাফ। অন্যদিকে সন্তানের কবর হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন ৭৫ বছরের বৃদ্ধা রাশিদা বেগম। এমনই সব মর্মস্পর্শী দৃশ্যের দেখা মিলছে ফতুল্লার কুতুবপুরের শাহীবাজার কবরস্থানে। কমিটিতে থাকা ব্যক্তিদের সীমাহীন লোভ ও অমানবিক আচরণে সমালোচনার ঝড় বইছে সর্বত্র।
এ সময় কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আঃ খালেক মুন্সি বলেন, এই কবরের উপর কোন
মার্কেট হবে না। কবরের উপর মার্কেট নির্মান করা জায়েজ নাই। কবরস্থান কমিটির সভাপতি আলাউদ্দিন
মেম্বারের কথায় কবরস্থানের উপর কোন ভাবেই মার্কেট করতে দেওয়া যাবে না।
এলাকাবাসীর দাবি কবরের উপর মার্কেট করতে দেয়া হবেনা বন্ধ করতে হবে , না হলে কঠোর প্রতিবাদ করা হবে। এ সময় এলাকার নেতাবৃন্ধসহ কয়েক হাজার মানুষ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।