জেলার খবর

চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে ইশা ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার মানববন্ধন

আবদুল্লাহ আল মামুন, মনিরামপুর উপজেলা প্রতিনিধি-(যশোর)

চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে ইশা ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার মানববন্ধন

আজ ১৮ জুলাই ২১ইং রবিবার, সকাল ১১ টায়, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আওয়াল এর সঞ্চালনায়, নিজস্ব কার্যালয় চত্বরে, দেশের সমৃদ্ধি অর্জনে ও চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে চামড়া শিল্পকে বাঁচানোর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে
সভাপতি তার বক্তব্যে বলেন
বিদেশে এক সময় বাংলাদেশের পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা ছিল। সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বয়হীনতার কারণে এ শিল্প প্রায় ধ্বংস হয়ে হিমাগারে জায়গা নিয়েছে। এ দেশের কৃষিজাত পণ্যও সরকারের অব্যবস্থাপণার কবলে পড়েছে। ধানের ন্যায্য মূল্য না পেয়ে পাকা ধানে আগুন দেওয়ার গল্পও ঢের আছে।

প্রায় একইভাবে চামড়াজাত পণ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি পণ্য হওয়া সত্ত্বেও সরকার ও পুঁজিপতিদের কারসাজিতে শিল্পটি বিপন্ন হতে চলেছে।বিদেশেও রপ্তানি কমেছে। গতবছর বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত ২০১৪-১৫ অর্থ বছর থেকে ২০১৭-১৮ অর্থ বছরে চামড়া শিল্প থেকে প্রতি বছর বাংলাদেশ গড়ে রপ্তানি আয় ১১৫ কোটি ডলার (যার বাংলা টাকার পরিমান ৮৮৮০ কোটি) প্রায়। কিন্ত ২০১৮-১৯ অর্থ বছরে সে আয় কমে দাঁড়ায় ৮৩ কোটি ডলারে।এক্ষেত্রে আয় কমেছে ৯ দশনিক ২৭ শতাংশ।

এভাবে চলতে থাকলে আলোর মুখ দেখানো চামড়া শিল্প খাতকেও পাট শিল্পের মতোই মুখ থুবড়ে পড়তে হবে।

তিনি আরো বলেন
সরকারের খামখেয়ালীপনায় ‘চামড়া শিল্প’ আজ হুমকির মুখে, আর মানুষ চামড়া বিক্রির বদলে রান্না করে খাওয়ার দিক্ষা নিতেও বাধ্য হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ বিলাল হুসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ ফয়েজ গাজী
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
জেলা, থানা ও শহর শাখার নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button