বাঁশখালীতে শিল্পকলা একাডেমীর স্থায়ী ভবন নির্মাণের আশ্বাষ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বাঁশখালীতে শিল্পকলা একাডেমীর স্থায়ী ভবন নির্মাণের আশ্বাষ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় শিল্পকলা একাডেমীর জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাষ প্রদান করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
২৭ অক্টোবর’২০ ইং, মঙ্গলবার বিকাল ৩ টার সময় উপজেলা কমপ্লেক্সের দিশারী হলরুমে অনুষ্টিত “বাঁশখালীতে প্রতিভা অন্বেষণে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও স্মারক গ্রন্থ প্রদীপ্ত’র মোড়ক উম্মোচন উপলক্ষে এক জমকালো অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ আশ্বাষ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত পুরুস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, একটি উন্নত জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক মনা করে তোলার কোন বিকল্প নেই, একাডেমিক শিক্ষার পাশাপাশি কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে মেধাানুযায়ী সংস্কৃতি চর্চায় অভিভাবক ও শিক্ষকদের মনযোগী হতে হবে। সঙ্গীত চর্চার মধ্য দিয়ে যুব সমাজ মাদক ও সন্ত্রাসের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা কম থাকে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বলেন, সংস্কুতিমনা যে কেউ সুন্দর মনের মানুষ হয়, সংস্কৃতিমনা মানুষ কখনো অসামাজিক কাজে লিপ্ত হতে পারেনা, তাই ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদেরকে সুস্থ ও মূলধারার সংস্কৃতি চর্চ্চায় আগ্রহী করে তোলতে হবে- অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হবে।
তিনি বাঁশখালীতে প্রতিভা অন্বেষণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের অভিনন্দন জানান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বলেন, উপজেলায় সুস্থধারার সংস্কৃতি চর্চ্চা সহ যে কোন গঠনমূলক ও ইতিবাচক কাজে তার সহযোগিতার হাত প্রসারিত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্টানে আরো উপস্খিত ছিলেন, কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াছিন প্রমুখ।