মুক্তিপণের উদ্ধারকৃত ৪৪,০০০/- টাকা বন্দর থানা কর্তৃক বাদীকে ফেরত প্রদান
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
মুক্তিপণের উদ্ধারকৃত ৪৪,০০০/- টাকা বন্দর থানা কর্তৃক বাদীকে ফেরত প্রদান
গত ১৪/০২/২০২১ তারিখ বন্দর থানাধীন তিনগাও বালুর মাঠ সাকিনস্থ প্রবাসী ইমনের স্কুল পড়ুয়া ছেলে জিসান(১৫)কে সকাল ১১.০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা অপহরনকারীরা বাড়ির সামনে হইতে অপহরন করিয়া অজ্ঞাত স্থানে নিয়ে ভিকটিমের মা কাজলের নিকট মোবাইল ফোনে ৫০,০০০/- টাকা মুক্তিপন দাবী করে। ভিকটিমের মা নিরুপায় হইয়া অজ্ঞাতনামা অপহরনকারীদের বিকাশের মাধ্যমে ৪৫,০০০/- টাকা প্রদান করিলে অপহরনকারীরা আরো টাকা দাবী করে।
তারপর ভিকটিমের মা থানায় এসে মৌখিকভাবে জানালে ভিকটিমকে উদ্ধারের জন্য বন্দর থানা পুলিশ অভিযান শুরু করে। উক্ত বিষয়ে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার পূর্বক ভিকটিমের মা থানায় অভিযোগ দায়ের করিলে বন্দর থানার মামলা নং-১৯, তারিখ- ১৫/০২/২০২১, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৮/৩০ রজু করা হয়। মামলাটি এসআই/ আবুল খায়ের তদন্ত করেন।
তদন্তকালে ঘটনার সাথে জড়িত ৯ জন আসামীকে সনাক্ত করিয়া ৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। একজন আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মুক্তিপণ বাবদ বাদীনির দেওয়া ৪৫,০০০/- টাকার মধ্য ৪৪,০০০/- টাকা উদ্ধার করা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক অদ্য ইং ২১/৬/২০২১ তারিখ উদ্ধারকৃত টাকা বাদীনির নিকট জিম্মায় বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা প্রদান করেন।