জাতীয়

সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক -উল হকের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক -উল হকের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক।

বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল , সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক -উল হক ২৪ অক্টোবর ২০২০ খ্রিঃ শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে রাজধানীর আদ -দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গভীর শোক করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে জননেত্রী শেখ হাসিনা কারান্তরীন হলে অপশক্তি চক্রের রক্তচক্ষু উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনা কে মুক্ত করতে স্ব প্রনোদিত হয়ে আইনী লড়াইয়ে যুক্ত হন।

দেশের এই বরেন্য আইনবিদ ১৯৩৫ সালের ২ রা নভেম্বর কলকাতার সুবর্ণগ্রামে জন্মগ্রহন করেন।

১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৫৮ সালে এলএল.বি পাশ করেন। ১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে বার এট ‘ল’ ডিগ্রি অর্জন করেন।

১৯৬৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ১৯৭৩ সালে আপীল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হন।

বর্ণাঢ্য জীবনে আইন পেশায় প্রায় ৬০ বছর পার করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button