পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের জীবন মান উন্নয়ন বিষয়ক নিরাপত্তা সামগ্রী বিতরণ।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের জীবন মান উন্নয়ন বিষয়ক নিরাপত্তা সামগ্রী বিতরণ।
পাইকগাছা উপজেলায় অ্যাওসেড -অল্টার প্রকল্পের আয়োজনে সমুদ্রগামী জেলেদের জীবন মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও নিরাপত্তা সামগ্রী বিতরণ অনুষ্ঠান পাইকগাছা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অ্যাওসেডের সহকারী সমন্বয়কারী হেলেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতীশ চন্দ্র গোলদার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পরিসংখ্যান কর্মকর্তা এমডি মোজাফফর হোসেন, উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেমউদ্দিন আহমেদ, বক্তব্য রাখেন, অ্যাওসেডের টিম লিডার হিমাদ্রী শেখর মন্ডল, জেলেদের মধ্যে শংকর বিশ্বাস। অনুষ্ঠান শেষে সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।