রূপগঞ্জে গোলাকাইন্দাল বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ কর্মসূচি।
সাহাদাৎ হোসেন শাহিন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
রূপগঞ্জে গোলাকাইন্দাল বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ কর্মসূচি।
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার গোলাকাইন্দাল ইউনিয়ন ৫নং ক্যানেল। রক্তের বন্ধন ফাউন্ডেশনের উদ্যেগে বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল ভিপি মুড়াপাড়া।
সভাপতি লায়ন মীর আব্দুল আলীম বিশিষ্ট কলামিষ্ট ও গবেষক রূপগঞ্জ প্রেসক্লাব।
অতিথিদের মাঝে উপস্থিত থাকেন মোঃ খলিলুর রহমান খলিল শিকদার রূপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক , উপস্থিত মোঃ আজিজ ভূঁইয়া রাজনীতিবিদ।
বক্তব্য রাখেনঃ মোঃ খলিলুর রহমান খলিল শিকদার রূপগঞ্জের, বক্তব্য রাখেন মোঃ আজিজ ভূঁইয়া। বক্তব্য রাখেন মোঃ সাংবাদিক জাহাঙ্গীর মাহাম্মুদসহ আরো অনেক।
প্রধান অতিথি শাহজাহান ভুঁইয়া বক্তব্য রাখেনঃ রক্তদান মহৎ কাজ এইভাবে সমাজের যুব সমাজের প্রতিটি তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে মুহুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে হবে স্বেচ্ছায় রক্তদান করতে হবে।
বেঁচে যাবে আরেকটি জীবন ভালো কাজের জন্য আমরা সবাই তোমাদের পাশে থাকবো। কমিটি দিয়ে সব জায়গায় তোমাদের সেবা ছড়িয়ে দাও তিনি আরো বলেনঃ এই করোনা মহামারি সময়ে আমরা যেমন বসে ছিলাম না ঠিক তেমনিই সাংবাদিকরাও বসে ছিলো না ছুটে চলেছে কার ঘরে খাবার নেই। আমাদের জানিয়েছে আমরা খাবার পৌঁছে দিয়েছি নিজে ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজে করেছি মাঠে ঘাটে এখানো করে যাচ্ছি।
এলাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আপনারা মনে করিয়েননা যে করোনা শেষ। শীত আসিতেছে বিপদের আশঙ্কাও থাকছে। ঘর থেকে বেইর হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন যদি বেঁচে থাকার ইচ্ছে জাগে ও সুস্থ থাকতে চান তাহলে মাননীয় সরকারের আদেশ উপদেশ মেনে চলুন নিজে বাচুন অন্যদেরকেও বাচার সুযোগ করে দেন।
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আমাদেরকেই ধরে রাখতে হবে। তিনি রক্তের বন্ধন ফাউন্ডেশনের সকল আয়োজকদেরসহ সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানান। বক্তব্য সমাপ্ত ঘোষণা করে। জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন এবং বৃক্ষরোপণ করেন।
আয়োজনে রক্তের বন্ধন ফাউন্ডেশন গোলাকাইন্দাল ইউনিয়ন।