জেলার খবর

মধুপুরে প্রণোদনা বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

আঃ হামিদ, মধুপুর প্রতিনিধি-(টাঙ্গাইল)

মধুপুরে প্রণোদনা বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলের মধুপুরে প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রণোদনা বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১৮ জুলাই) দুপুরে মধুপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে দুই ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম, কৃষকলীগের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোশারর হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজিব, রামজীবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আমানুল্লাহ মাষ্টার, শেখ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পদক ছাত্রলীগ, মির্জাবাড়ী গ্রামের জাফর আলী প্রমূখ।

বক্তারা বলেন, মধুপুরে প্রাণি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে দুগ্ধ খামার মালিকদের জন্য কোটি টাকার প্রণোদনা এসেছে। ওই টাকা বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ করেন তারা। বক্তারা আরো বলেন, যারা টাকা পেয়েছেন তাদের একটা অংশ অফিস প্রাণি সম্পদ কর্মকর্তার লোকজন নিয়ে নিয়েছে। আবার অনেক খামারির খামার থাকলেও টাকা পাননি। আবার অনেকের খামার নেই তাদের নামেও প্রণোদনা দেওয়া হয়েছে।

মানববন্ধন চলাকালে প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের লোকজন অফিস তালা দিয়ে গা ঢাকা দেয়। মানববন্ধন চলাকালে মধুপুর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শরিফ আহমেদ নাছির গটনাস্হলে এসে আগামী সাত দিনের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহনের আশ্বাস দিলে খামারীগন উক্ত মানববন্ধন সমাপ্তি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button