জেলার খবর

যশোরে দুর্ভোগ পোহাতে হচ্ছে গনপরিবহনের যাত্রীদের।

আবদুল্লাহ আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতিনিধিঃ

যশোরে দুর্ভোগ পোহাতে হচ্ছে গনপরিবহনের যাত্রীদের।

যশোর টু সাতক্ষীরার গনপরিবহনে অতিরিক্ত যাত্রী দুর্ভোগে পোহাতে হচ্ছে নারী পুরুষ সহ বাচ্চাদের।
পরিবহন গুলোতে এত পরিমাণ যাত্রী উঠানো হচ্ছে যে একজনের শরীরের সাথে আরেক জনের শরিল মিশে যায়।

এমতাবস্থায় বিশেষ করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মহিলাদের । অনেক বখাটে ভীড়ের মধ্যে মহিলাদের নানাভাবে হয়রানি শয়তানি করছেন,বাধ্য হয়ে সবকিছু নিরবে শয্য করতে হচ্ছে , কিছু বললে উল্টা রাগ দেখিয়ে বলেন এত সমস্যা তাহলে বাসে উঠছেন কেন , প্রাইভেট গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন।

সরেজমিনে মনিরামপুর থেকে যশোরে টার্মিনালের বাসে উঠে ঘটনার সত্যতা পাওয়া যায়, যশোরের গনপরিবহনে এত পরিমাণ যাত্রী যে আসলেই খুবই সমস্যার মধ্যে ভ্রমণ করছেন এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে ছোট বড় নারী পুরুষ সবাইকে।

কয়েকজন যাত্রীর নিকট বাসে ভীড়ের বিষয়ে জানতে চাইলে তিনারা জানান, পরিবহন কতৃপক্ষ হাইওয়ে রোড়ে ইজিবাইক সিএনজি চলাচল বন্ধ করে দেয়ার কারণে যাত্রীগন বাধ্য হয়ে ভীড়ের মধ্যে ভ্রমণ করছেন।

এবিষয়ে গন্য মান্য ব্যাক্তি গন বলেন ছিট ছাড়া এবং অতিরিক্ত যাত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষিদ্ধ করে আইন অমান্য কারিদের শাস্তির বিধান বাস্তবায়ন করতে হবে। তাহলে সবাই সুন্দর ভাবে শান্তি তে ভ্রমণ করতে পারবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button