আলোচিত ৪ খুন মামলার ২ আসামীর মৃত্যুদন্ড ও ৯ আসামীর যাবজ্জীবন রায় ঘোষণা
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
আলোচিত ৪ খুন মামলার ২ আসামীর মৃত্যুদন্ড ও ৯ আসামীর যাবজ্জীবন রায় ঘোষণা
ফতুল্লার ২০০৮ সালের আলোচিত ৪ খুন মামলার ২ আসামীর মৃত্যুদন্ড ও ৯ আসামীর যাবজ্জীবন রায় প্রদান করেছে আদালত।
রবিবার(২৮ ফেব্রুয়ারি)দুপুরে বিজ্ঞ অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক সাবিনা ইয়াসমিন ৭ জন আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটির কে এম ফজলুল রহমান বলেন,২০০৮ সালের বক্তাবলির আলোচিত বলগেটের চার শ্রমিক হত্যা মামলায় ১৮ জনের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামী তাজুল ইসলাম ও মহি উদ্দিন মহি ফিটার।
দোষী সাব্যস্ত হওয়ায় তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড প্রদান এবং৩৯৬ ও ৩৪ ধারা দোষী সাব্যস্ত হওয়ায় ৯ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলো তাজুল ইসলাম ফিটার ও মহিউদ্দিন মহি ফিটার। যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলো চাঁন মিয়া,দুলাল মিয়া,মজিবর,আব্দুল মান্নান,আরিফ,জলিল,সাইফুল ইসলাম,দুলাল,ইব্রাহিম ও মৃত শফিকুল ইসলাম।
রায় প্রদানের সময় তাজুল ইসলাম, মহিউদ্দিন মহি ফিটার ৩৪ ধারা দোষী সাব্যস্ত হওয়া মৃত্যুদন্ড ও চাঁন মিয়া,দুলাল মিয়া,মজিবর,আব্দুল মান্নান,আরিফের উপস্থিতিতে আসামীরা ৩৯৬ ও ৩৪ ধারা দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ড, ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরে বিনাশ্রম কারাদন্ড এবংসকল আসামী ৪১২ ধারা দোষী সাব্যস্ত হওয়ায় ১০বছরের কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের জেল প্রদান করা হয়।
রায়ের বিষয়ে আসামী পক্ষের আইনজীবী বলেন,আমরা এই রায়ে সন্তষ্ট না। আমরা উচ্চ আদালতে আপেল করবো। এটা একটা সম্পূর্ণ সাজানো একটি মামলা। আমার প্রতিটি আসামী নিয়মিত হাজিরা দিয়ে জামিনে আছে। এই রায় আমরা মানি না।
উল্লেখ্য যে ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর শাহ পরান এর বলগেট সিলেট থেকে পাথর নিয়ে মুন্সিগঞ্জ আসে। মুন্সিগঞ্জ মাল খালাস করার পর বলগেট নষ্ট হয়ে। বলগেট এর ড্রাইভার নাসির তাজুল ফিটার ও মহি ফিটারকে জানালে তারা আসে এবং ঠিক করার কথা বলে বক্তাবলি চরে নিয়ে যায়। এসময় তাদের সাথে ড্রাইভার নাসির মিয়া,মঙ্গল,ফয়সাল ও হান্নান।তারপরের দিন চর থেকে বলগেট ও নদী থেকে নাসির ও মঙ্গলের হাত পা বাধা অবস্থায় গলা কাটা লাশ উদ্বার করে এবং বাকি দুইজনের লাশ পাওয়া যায়নি। শাহ পরান বলগেটের মালিম এহসান মিয়া বাদী হয়ে ফতুল্লা থানায় ৩৯৬ ধারায় একটি মামলা দায়ের হয় যার নাম্বার ৪৬(০৯)০৮।
জলিল,দুলাল,ইব্রাহিম,দুলাল,শফিকুল ইসলাম, তাজুল ইসলাম ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং তদন্ত শেষে ১২ জন আসামীর বিরুদ্ধে চাজশীর্ট দাখিল করা হয় ২৬/০৩/০৯।আদালতে ১৮ জনের স্বাক্ষীর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ২জন আসামীর মৃত্যুদন্ড ও ৯জন আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।