কপিলমুনিতে পদ্মা সেতু দেখতে যাওয়ায় ছেলের উপর অভিমান করে ব্যবসায়ী পিতার আত্নহত্যা
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
কপিলমুনিতে পদ্মা সেতু দেখতে যাওয়ায় ছেলের উপর অভিমান করে ব্যবসায়ী পিতার আত্নহত্যা
খুলনার পাইকগাছায় ছেলের প্রতি অভিমান করে হারপিক পানে আত্নহত্যা করেছে অনাথ সাধু (৬০) নামের এক ব্যবসায়ী। পিতার নিষেধ অমান্য করে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে যাওয়ায় রাগে, দু:খে, ক্ষোভে ছেলের উপর অভিমান গত ২৪ জুন সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে বাড়িতে রক্ষিত হারপিক হারপিক পান করেন তিনি। অনাথ সাধু উপজেলার কপিলমুনি বাজারের বিশিষ্ট কসমেটিকস ব্যবসায়ী ও কপিলমুনির নাছিরপুর এলাকার মৃত সূর্য্য সাধুর ছেলে এবং কপিলমুনিস্থ মেসার্স সূর্য্য ষ্টোরের মালিক।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, একমাত্র ছেলে সুমন সাধুু বন্ধুদের সাথে আজ (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে শুক্রবার বিকেলে পিতার কাছে বায়না ধরে। তবে উদ্বাধনীতে বহু লোকের ভীঁড়ে ভালভাবে দেখতে পারবেনা, এমনকি দোকানের হালখাতা ভাল না হওয়ায় তাকে দোকানে বসতে বলেন পিতা অনাথ। কিন্তু ছেলে সুমন সাধু পিতার কথা অমান্য করে সেতু দেখতে বেরিয়ে পড়ে। এতে ক্ষোভে, দু:খে ছেলের উপর অভিমান করে পিতা অনাথ সাধু ২৪ জুন সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে বাড়িতে রক্ষিত হারপিক হারপিক পান করেন। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক তার স্ত্রী অন্যদের সহযোগীতায় প্রথমে কপিলমুনি আমেনা ক্লিনিক ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে কপিলমুনির ব্যবসায়ীদের মাঝে শোক বিরাজ করছে।