সাভার উপজেলা পরিষদের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
সাভার উপজেলা পরিষদের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সাভার উপজেলা পরিষদ আয়োজিত শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সাভার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তাদের সাথে প্রস্ততিমূলক মতবিনিময় সভা রবিবার (১১ই অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
শামীম আরা নীপা এর সভাপতিত্বে এ’মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইমুল হুদা সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ,আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
সাভার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান প্রমুখ।
ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, বিলাস মন্ডলের গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন সাভার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক।
স্বাগত বক্তব্য দেয় সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পূজা কমিটির নেতা গোবিন্দ আচার্য।
পুরো সভা পরিচালনা করেন সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দাস।
সভায় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন খান, RAB প্রতিনিধি, আনছার প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, পল্লিবিদ্যুৎ প্রতিনিধি, এবং সাভার উপজেলার সকল মন্দির কমিটির প্রতিনিধিগন এ’মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা সরকারের স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে মাস্ক পড়ার উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সাভার উপজেলায় এবছর সর্বশেষ হিসেবে অনুযায়ী মহিষাসুর মর্দিনী দুর্গা দুর্গতিনাশিনী মায়ের ১৮২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।