ভূলতা মানব্বন্ধন প্রতিবাদ কর্মসূচি পালনে রূপগঞ্জ প্রেসক্লাব।
আজ শনিবার সকাল ১০টায় ভূলতা গাউছিয়া আলরাফি হাসপাতালের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি প্রতিবাদ করা হয়। সভাপতি হিসেবে বক্তব্য রাখেনঃ লায়ন মীর আব্দুল আলীম বিশিষ্ট কলামিষ্ট ও গবেষক রূপগঞ্জ প্রেসক্লাব। তিনি বক্তব্য রাখেন।
সারা দেশে পালা কর্মে ধর্ষণের হিরিক পরে গেছে। জাতি আজ ভ্রিভান্ত মানুষ আতংক মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নেই। মাননীয় সরকার এই বিষয় গুলো দেখছেন। আমাদের ভয় পাবার কোনো কারণ নেই।
সবাই কে ঐকবধ্য হতে হবে রাস্তা ঘাটে ঝামেলা বিশৃঙখলা না করে নিজ নিজ এলাকায় প্রতিবাদসভা গড়ে তুলতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সব নেক্কার জনক কাজ গুলিকে নিন্দা জানিয়েন ধর্ষকদের আইন নীতিমালা হচ্ছে। ধর্ষিতা মারা গেলে মৃত্যু দন্ড বেঁচে গেলে যাবর জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে।
আওয়ামী লীগ সরকার জনগণের ১৬ কোটি জনতার অপরাধী যেই হউক না কেন কোনো ছাড় দেয়া হবে না সে যে দলেরই বা হউক। দেশের ভাবমূর্তি নষ্টনারীদের আইনের আওতায় আনা হবে তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হবে।