পটুয়াখালী জেলা গলাচিপায় হিন্দু সম্প্রদায়ের জোর পূর্ব জমি দখল।
মিশুক চন্দ্র ভুইয়া, জেলা প্রতিনিধি-(পটুয়াখালী)
পটুয়াখালী জেলা গলাচিপায় হিন্দু সম্প্রদায়ের জোর পূর্ব জমি দখল।
পটুয়াখালী জেলা গলাচিপা থানাধীন ডাকুয়া ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের জোর পূর্ব জমি দখল করে হানিফা হাং
পটুয়াখালী জেলা গলাচিপা থানা ডাকুয়া ইউনিয়ন এই হনিফা ছিলো রাজাকার, তার বাবা ছজদ্দি হাং ছিলো খুব গরীব দুঃখী মানুষের, মানুষের বাসায় কাজ করে জীবন চলাতো, কিন্তু এই হানিফা ছিলো বড় ছেলে, কিন্তু তার সাহস ছিলো খুব বেশি, ছোট বেলা মানুষের বাড়িতে কাজ করতে, আর মানুষকে মারধর ও চাদা বাজি করে জীবন চলেত,এখন আবার হানিফা হাং ছেলে ইছুব হাং একি ভাবে চলে মানুষের জমি দখল করে, এমন কি দোকান উঠিয়ে ভাড়া দিয়ে চাদা বাজিকরে খায়, তাকে জিজ্ঞেসা করলে সে হুমকি দেয় এমন কি সে বলে এ দেশে থাকতে হলে তাকে চাঁদা দিয়ে থাকতে হবে,এ কথা ডাকুয়া ইউনিয়ন মেম্বার কে জানানো হয়, এমন কি থানায় সাধারণ একটা দরখাস্ত করা হয়, দরখাস্ত সময় ওসি ছিলো, মোঃ আক্তার মোশেদ, এ এস আই ছিল মেহেদী, কিন্তু জোর পূর্ব জমি দখল করে হানিফা যে দোকান উঠিয়ে ভাড়া দেওয়া, তাঁকে ঐ হিন্দু সম্প্রদায়ের লোক বাদা দিতে গেলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, হানিফা হাং ও তার ছেলে ইছুব হাং,কিন্তু এই জমি জোর করে দখল করে নিচ্ছে হানিফা হাং এ কথা মেম্বার কে
জানানো হয়, মেম্বার এ ব্যাপারে কিছু বলেনা, তাই হিন্দু সম্প্রদায়ের লোক সরকারের কাছে দুঃখ প্রকাশ করেন।
স্থান গলাচিপা পটুয়াখালী