চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠান কে ১ লক্ষ টাকা জরিমানা।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠান কে ১ লক্ষ টাকা জরিমানা।
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে মসলায় ক্ষতিকারক রঙ ও নিম্নমানের পোকা ধরা গুড়া মসলা ব্যবহায় করায় দু’টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চৌমুহনী বাজারের মসলার আড়ৎ গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে মসলায় রঙ ও নিন্মমানের পোকা ধরা মসলা বাজারজাতকরণ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির’র নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত প্রতিষ্ঠান দুইটিকে এক লাখ টাকা অর্থদন্ড করে।
দন্ডিত প্রতিষ্ঠান গুলো হলো মেসার্স রনী এন্টারপ্রাইজ কে ৫০ হাজার টাকা,মেসার্স রমনী ষ্টোর কে ৫০ হাজার টাকা।জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় করেন, র্যাব-১১ লক্ষ্মীপুর, কার্যালয়ের সদস্যরা।