জেলার খবর

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকান্ডে নিহত ও আহতদের পরিবারকে ১২ লাখ টাকা প্রদান।

সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকান্ডে নিহত ও আহতদের পরিবারকে ১২ লাখ টাকা প্রদান।

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকান্ডে নিহত ও আহতদের পরিবারকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদলের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ১২ লাখ ৯১ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। যেখানে নিহত ও চিকিৎসাধীন ৩৬জনের পরিবারকে ৩৫ হাজার টাকা করে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন এমন ২জনকে ১৫ হাজার ৫ শত টাকা করে দেয়া হয়েছে।

(১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা আওয়ামী লীগ এ আর্থিক সহায়তা প্রদান করেছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল ১ লাখ টাকা, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ আব্দুল্লাহ আল কায়সার ২ লাখ টাকা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীও অনুদানে অংশগ্রহন করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান ২ লাখ টাকা সহ জেলা আওয়ামী লীগের অন্যান্যরাও দিয়ে মোট অনুদান হয়েছিল ১২লাক্ষ ৯১হাজার টাকা এই তহবিলে অনুদান দিয়েছেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সহ-সভাপতি খবির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল, ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী ও মীর সোহেল আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, উপ-প্রচার সম্পাদক নাসির উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সদস্য সামসুজ্জামান ভাসানী, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শামসুদ্দিন খাঁন আবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসাইন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান বুলেট, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহম্মেদ মঞ্জু, নজরুল ইসলাম, মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, সোনারগাঁও উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহবুব আলম মিলন, যুগ্ম আহবায়ক গাজী আলমগীর, সদস্য সচিব সৈয়দ শামীম, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সোনারগাঁও উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান ও অর্থ বিষয়ক সম্পাদক অমর বিশ্বাস, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি হাজী আব্দুল মান্নান, বন্দর থানা আওয়ামী লীগ নেতা লাইক সিদ্দিকি বাবু ও রবি মিয়াজি, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন জাকু সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর উক্ত মসজিদে এশার নামাজ চলাকালীন এক অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে ও ৫ জন এখনো ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। হতাহত ২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button