জেলার খবর
পাইকগাছার সোলাদানায় বদ্ধ জলমহলটির দখল ইজারাদারকে বুঝিয়ে দিলেন কর্তৃপক্ষ।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছার সোলাদানায় বদ্ধ জলমহলটির দখল ইজারাদারকে বুঝিয়ে দিলেন কর্তৃপক্ষ।
পাইকগাছায় সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ ঢোল সড়কের মাধ্যমে সোলাদানা মৌজা (বদ্ধ) ১শ ৩ একর আয়তনের জলমহলের দখল বুঝে দিলেন ইজারাপ্রাপ্ত সমিতিকে।
মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের কানুগো মোঃ মোজাম্মেল হোসেন ও সোলাদানার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান অবৈধ দখল উচ্ছেদ করে লাল ফ্লাগ দিয়ে ইজারাপ্রাপ্ত সমিতি লস্কর মধ্যপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির লিঃএর সভাপতি দেবাশীষ মন্ডলকে জলমহলের বিভিন্ন মৌজার খালের দখল বুঝে দেন। এসময় সাংবাদিক সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরকারী নিয়মে বাংলা ১৪২৭- ১৪২৯ পর্যন্ত সোলাদানা মৌজার সায়রত নং-৫- ২০২০ বদ্ধ জলমহলের ইজারাপ্রাপ্ত হন লস্কর মধ্যপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ।