জেলার খবর

স্কুল কলেজ বন্ধ, কিশোর আড্ডায় ঝুঁকে পড়ছে জড়িয়ে পড়ছে অন্যায় অপরাধ জগতে।

সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)

স্কুল কলেজ বন্ধ, কিশোর আড্ডায় ঝুঁকে পড়ছে জড়িয়ে পড়ছে অন্যায় অপরাধ জগতে।

স্কুলকলেজ বন্ধ, কিশোর বেকার হার বৃদ্ধি আড্ডায় ঝুঁকে পড়ছে অন্যায় অপরাধ জগতে জড়িয়ে পরছে।

করোনা ভাইরাস পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ থাকায় এবং কর্মজীবী কিশোররা তাদের কর্মস্থান হারিয়ে অধিকতর বেপরোয়া হয়ে উঠেছে। একদিকে স্কুল কলেজ বন্ধ, অন্যদিকে অনেক কিশোর বেকার হয়ে প-ড়ায় তারা একত্রে পাড়া-মহল্লার অলিগলিতে আড্ডা জমাচ্ছে। নিজেদের গ্রুপ ভারি করার জন্য তারা উঠতি বয়সী কিশোরদের দলে টানছে।

পাড়া-মহল্লায় নারী ও কিশোরী মেয়েদের উত্ত্যক্ত করার পাশাপাশি এলাকায় প্রভাব বিস্তার করতে অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। সামান্য কারণে খুনের মতো ঘটনাও ঘটাচ্ছে তারা। একই পাড়া-মহল্লায় বসবাসরত কিশোর-তরুণরা ফেসবুকসহ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহারি ও চটকদার নাম দিয়ে ভিন্ন ভিন্ন গ্যাং তৈরি করছে।

মোড়ে মোড়ে আড্ডা দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে ইন্টারনেটে অশ্লীল ছবি দেখার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া আধিপত্য বিস্তারসহ নানা কারণে কিশোর গ্যাং সদস্যরা একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছে, যা খুবই উদ্বেগজনক। তাদের কারণে সমাজে শান্তিশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে। রাস্তাঘাটে প্রকাশ্যে ছিনতাই, ছাত্রী অপহরণ, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় কিশোরী-তরুণীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এতে হুমকির মুখে পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এখনই তাদের নিয়ন্ত্রণ করা না গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে। দেশ চলে যাবে রসাতলে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো বিষন চাপে পরে যাচ্ছে শিক্ষাগণ চালু না হলে শিক্ষক শিক্ষার্থীরা পরে যাবে চরম বিপাকে। কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল অধ্যক্ষদের সাথে কথা বললে তাদের বক্তব্য তারা খুবই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে ধবংশের মূখে পরে যাবে।

বেরে যাবে বেকারত্ব হারিয়ে যাবে শিক্ষার মান দেশ অন্ধকারে ডুবে যাবে। মাননীয় সরকার মহোদয়ের কাছে অনুরোধ দ্রুত এর নিষ্পত্তি চাই। ছেলে মেয়েরা স্বাধীনতা পেয়ে যাচ্ছে বেরে যাচ্ছে তাদের উশৃংখলা পিতা মাতার অবাধ্য হয়ে যাচ্ছে তারা এইভাবে আর কত দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button