জেলার খবর

বাঁশখালীতে কারিতাস দুর্য়োগকালীন সরঞ্জাম বিতরন করেছে

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালীতে কারিতাস দুর্য়োগকালীন সরঞ্জাম বিতরন করেছে

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় দুর্য়োগকালীন ঝুঁকি হ্রাসের সরঞ্জাম বিতরন করেছে সাহায্য সংস্থা “কারিতাস”।
২৭ ফেব্রূয়ারী’২১ ইং, শনিবার সকাল ১০ টার সময় “কারিতাস” চট্টগ্রাম অঞলের অধিনে উপজেলার ৯ নং গন্ডামারা ইউনিয়নের ৯ টি ওয়ার্ড পর্যায়ে কার্যকরী দলের সদস্যদের কাঁছে দুর্য়োগকালীন ঝুঁকি হ্রাসের নিমিত্তে এ সরঞ্জামাদী বিতরন করা হয়।

গন্ডামারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলীর সম্মতিক্রমে ৯ নং ওয়ার্ড ইউপিএম আনোয়ারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে “কারিতাস”-এর পরিবার ও সমাজ পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি ৯ নং গন্ডামারা ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সরঞ্জাম বিতরন সভায় অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ডের ইউপিএম আলী হায়দর চৌধুরী, ৪ নং ওয়ার্ডের ইউপিএম মোহাম্মদ আনসার, কারিতাস বাঁশখালী উপজেলা মাঠ কর্মকর্তা মো: দেলোয়ার হোসাইন আল মামুন এবং বাঁশখালী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সাংবাদিক এনামুল হক রাশেদী।

সভায় আরো উপস্থিত ছিলেন, কারিতাসের দুর্য়োগ ব্যবস্থাপনা কমিটির ৯ নং গন্ডামারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের টিম লিডার ও কার্যকরী দলের সদস্যবৃন্দ।

সরঞ্জাম বিতরনের পুর্বে মুল্যবান সরঞ্জামাদীর ব্যবহার ও সংরক্ষন বিষয়ে বিষদ বিবরন দিয়ে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন কারিতাস বাঁশখালীর মাঠ কর্মকর্তা মো: দেলোয়ার হোসাইন আল মামুন ও “সিপিপি গন্ডামারা ইউনিয়ন টিম লিডার আলী হায়দর চৌধুরী আসিফ।

বিতরনকৃত সরঞ্জামাদীর মধ্যে উল্লেখযোগ্য সরঞ্জাম হচ্ছে, ইউনিফর্ম, লাইফ জ্যাকেট, সেফটি হেলমেট, রেডিও, হ্যান্ড সাইরেন, সংকেত পতাকা, পতাকা স্ট্যান্ড, মেগাফোন, গামবুট, রেইনকোট, স্ট্রেচার, করাত, হাতুড়ি, টিন কাটার, চাইনিজ কুড়াল, লাইফ বয়া, টর্চ লাইট ও প্রয়োজনীয় রশি ইত্যাদী।

পরে প্রত্যেক ওয়ার্ডের টিম লিডারগন ওয়ার্ডভিত্তিক বরাদ্দকৃত সকল সরঞ্জাম নিজেদের হেফাজতে বুঝে নেওয়ার মাধ্যমে সভা সমাপ্ত ঘোষনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button