সাভারে স্কুলছাত্রী নীলা রায়ের নির্মম নৃশংস হত্যাকান্ডে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানব বন্ধন কর্মসূচি পালিত।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
সাভারে স্কুলছাত্রী নীলা রায়ের নির্মম নৃশংস হত্যাকান্ডে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানব বন্ধন কর্মসূচি পালিত।
সাভারে স্কুলছাত্রী নীলা রায়ের নির্মম নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ও জড়িত খুনি মিজানুর রহমানসহ তার সহযোগীদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মানিকগঞ্জ জেলা কমিটি।
শনিবার (২৬শে সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে এ’মানববন্ধনের আয়োজন করা হয়।
এ’সময় মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বাসুদেব সাহার সভাপতিত্বে ও শ্রী অনির্বাণ পালের সঞ্চালনায় মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য লক্ষ্মী চ্যাটার্জী,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও উপদেষ্টা অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, নিহত স্কুলছাত্রী নীলা রায়ের মামা অধ্যাপক স্বপন মন্ডলসহ পূজা উদযাপন পরিষদের জেলা, উপজেলা, পৌরসভার নেতৃবৃন্দ ছাড়াও সুধীজন, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক- শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ’মানব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানব বন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন সাভারে মেধাবী স্কুলছাত্রী নীলা রায়কে নির্মম, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ’নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িত খুনি মিজানুর রহমানের ফাঁসি সহ খুনের সঙ্গে জড়িত তার সহযোগীদেরও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি জানান।
সাভারে ভাইয়ের সামনে থেকে স্কুলছাত্রী নীলা রায়কে তুলে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে বখাটে মিজানুর।
ভবিষ্যতে যাতে কারোর মায়ের বুক খালি না হয় ও এরকম নির্মম ঘটনা না ঘটতে পারে এ’জন্য এ’হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা।