বগুড়ায় করোনায় আরও একজনের মৃত্যু
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আবদুস সোবহান (৫০) নামে আরও একজন মারা গেছে। বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি সোনাতলা উপজেলার কালাইআটা গ্রামের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৮ জন মারা গেলেন।
ডা. কাজল জানান, মারা যাওয়া ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে গত ২৩ মে আইসোলেশন ইউনিটে ভর্তি হন।
তিনি জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। ভর্তির পর থেকে তিনি স্বাভাবিক ছিলেন। হঠাৎ করে সোমবার সকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে যায়।
পরে অবস্থার অবনতি হয়ে সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। তিনি আরও জানান, তার লাশ জীবাণুমুক্ত করে দাফনের জন্য পাঠানো হবে।
এছাড়া জেলা শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ধুনট উপজেলার ভান্ডারবাড়ী এলাকার রফিকুল ইসলাম (৮৩)। তিনি ৭ জুন শ্বাসকষ্ট নিয়ে শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।
রাতেই তার দাফন সম্পন্ন হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়ার কর্মকর্তাবৃন্দ এই লাশ দাফন করে।