জেলার খবর

গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলা দিয়ে মুক্তিযোদ্ধা পরিবার ও সাংবাদিককে ফাঁসানোর চেষ্টা।

মোঃ আজাহার সরকার, জেলা প্রতিনিধি-(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলা দিয়ে মুক্তিযোদ্ধা পরিবার ও সাংবাদিককে ফাঁসানোর চেষ্টা।

গাজীপুরের শ্রীপুরে ২ নং গাজীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গত ০৬/০৯/২০২০ইং তারিখ সকাল আনুমানিক ০৭.৩০ মিনিটের সময় জৈনাবাজার এলাকার, বাউল মার্কেটের মুদি দোকানদার আনোয়ার হোসেনের উপর অতর্কিত হামলা চালায়, একই ওয়ার্ডের বাসিন্দা গোলাপ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম, এবং সাথে থাকা আরও ভাড়াটিয়া অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীরা। ঐ সময় আনোয়ারের সাথে থাকা নগদ ৪০,৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করে, একপর্যায়ে আনোয়ারের ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসিলে সন্ত্রাসীরা খুন জখমের হুমকি দিয়ে মোটরসাইকেল যুগে চলে যায়। আনোয়ার কে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

চিকিৎসাধীন অবস্থায় থাকিয়া শ্রীপুর মডেল থানায় আনোয়ার হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্থানীয় ইউপি সদস্য আঃ আজিজ সুষ্ঠ বিচারের কথা বলে ডেকে এনে সালিসে বসে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে এলাকাবাসী, মনগড়া সালিশ না মানিলে ইউপি সদস্য আবদুল আজিজ আনোয়ারকে এলাকা ছাড়ার হুমকি প্রধান করেন এবং আনোয়ার হোসেনের পিতা মুক্তিযোদ্ধা হরমুজ আলীকে ভুয়া মুক্তি যোদ্ধা বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

আসামি পক্ষ বাদী হয়ে গাজীপুর জুডিশিয়াল বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেট এ একটি মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেনকে ১ নং আসামি করে এবং সালিশে সঠিক সমাধানের স্বার্থে কথা বলায় ২ নং আসামি শ্রীপুর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বাতেন বাচ্চুকে আসামি করেন। সাংবাদিকে মামলায় আসামি করায় তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক মহল।

অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন পিতাঃ বীর মুক্তিযোদ্ধা হরমুজ আলী ডালুয়া পূর্ব পাড়া ভালুকা ময়মনসিংহ এ/পি সাং তোতা মিয়ার বাড়ীতে বাড়া থাকিয়া ৭/৮ বছর যাবৎ ব্যবসা করিয়া আসিতেছে। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ পরিদর্শক এএসআই আব্দুল রউফ, অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন,ঘটনা সত্য তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।

শ্রীপুর মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম,প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button