কোভিড-১৯ ভ্যাক্সিনের ২য় ডোজের ব্যাপারে সাধারণ ঘোষণা ধামরাই উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তার
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
কোভিড-১৯ ভ্যাক্সিনের ২য় ডোজের ব্যাপারে সাধারণ ঘোষণা ধামরাই উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তার
বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত রাখতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে করোনার সংক্রমণ রোধে করোনার টিকা প্রদান করা হয়েছে যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের জন্য ২য় ডোজ টিকা প্রদান করা হইবে।
এ’বিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা কোভিড-১৯ ২য় ডোজের টিকা এর ব্যাপারে সাধারণ ঘোষণা দিয়েছেন তা নিম্ন রুপ-
০১. ৮ই এপ্রিল থেকে ২য় ডোজের টিকা নেয়া যাবে।
০২. যাদের টিকা দেয়ার পর ২ মাস অতিবাহিত হয়েছে কিন্তু মেসেজ পাননি তারা অবশ্যই টিকা কার্ড,NID কার্ড এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে চলে আসবেন।
০৩. দ্বিতীয় ডোজের জন্য আগত সবাইকে টিকা কার্ড এবং NID card নিয়ে আসতে হবে।
০৪. ২ মাসের আগে ২য় ডোজের ভ্যাক্সিন নেয়া যাবে না, পরে নেয়া যাবে ( ১২ সপ্তাহ পর্যন্ত)।
০৫. ১ম ডোজ টিকা প্রদান অব্যাহত থাকবে।
০৬.আমাদের হাতে পর্যাপ্ত ভ্যাক্সিন আছে, শেষ হওয়ার ভয়ে ভীত হবেন না।
০৭. রোজা রেখে ভ্যাক্সিন নেয়া যাবে।
০৮. ভ্যাক্সিন দাতা এবং স্বেচ্ছাসেবীদের আপনারা সহযোগিতা করলে আপনাদের কাজ দ্রুত এবং সহজ হবে।
০৯.কেন্দ্র পরিবর্তন করে ২য় ডোজ ভ্যাক্সিন নেয়া যাবে না।
ডাঃ নূর রিফফাত আরা
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ধামরাই, ঢাকা।