দুই বছর ৪৬ কোটি টাকা রাস্তা কাজ।
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা গলাচিপা থানাধীন সিউলীগুরী রাস্তার দুর্নীতি কাজ।
পটুয়াখালী জেলা এম পি জনাব এস এম শাহজাদা মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১১৩ পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা জেলার এম পি শাহজাদা,তার জেলা দিকে তার কোন খেয়াল নেই, কিন্তু তার জম্ম স্থান দশমিনা, পটুয়াখালী জেলা থেকে একটি রাস্তা, সব সময় মানুষ আসা যাওয়া করেন,কিন্তু এস এম শাহজাদা এম পি হবার পরে এলাকার কোন উন্নয়ন হচ্ছে না, রাস্তার ভুগছেন গরীব দুঃখী মানুষ,কিন্তু এ ব্যাপারে এম পি কে জানানো হয় তার কোন গুরুত্ব নেই পটুয়াখালী জেলা, আজ পজন্ত কোথাও দেখিনি ব্রিজ ভিত্তিপ্রস্তর হয় কি চেয়ারম্যান নামে, পটুয়াখালী জেলায় গলাচিপা থানা দেওয়া আছে ব্রিজ ভিত্তিপ্রস্তর চেয়ারম্যান নামে তা হলে ভাবতে হবে, পটুয়াখালী জেলা মনে হয় এম পি নাই, তাই দেশের ইউনিয়ন রাস্তা এই অবস্থা, খুব কষ্ট ও দুরগতিতে ভুগছে সাধারন মানুষের, পটুয়াখালী জেলার অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগী হয়েছেন সাধারণ মানুষের, এ রাস্তা ব্যাপারে চেয়ারম্যান ও মেম্বার কে জানানো হয়েছে, কিন্তু এ ব্যাপারে কিছু বলার নাই এ কথা জানায় চেয়ারম্যান ও মেম্বার, কারণ পটুয়াখালী জেলার এম পি নাই, যদি এম পি থাকতো তা হলে ব্রিজ ভিত্তিপ্রস্তর তার নাম হতো,চেয়ারম্যানের নাম হতো না। তাই পটুয়াখালী জেলায় সাধারন জনগণের সরকারের কাছে দুঃখ প্রকাশ করেন। স্থানঃগলাচিপা পটুয়াখালী।