জেলার খবর
সেনবাগে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা।
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা।
নোয়াখালীর সেনবাগ বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখা এবং অসাধু ব্যবসায়ীদের মূল্য বৃদ্ধি রোধে আজ সেনবাগ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এই সময় অতিরিক্ত দামে পাইকারী ও খুচরা বাজারে পিঁয়াজ বিক্রির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয় এবং নির্ধারিত মূল্যের বেশি মূল্যে পিঁয়াজ বিক্রি করে যাতে পিঁয়াজের বাজার অস্থিতিশীল না করা হয় সে ব্যাপারে ব্যবসায়ায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
পিঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে এই মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।