ব্রাহ্মণবাড়িয়ার ইসরাফিল মৃত্যুর শয্যায় ইরাক হসপিটালে,দেশে আনতে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা।
মোঃ আল আমিন জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার ইসরাফিল মৃত্যুর শয্যায় ইরাক হসপিটালে,দেশে আনতে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা।
ব্রাহ্মণবাড়িয়া সদরের কাছাইট লাল মাহমুদ বাড়ির আব্দুস সাত্তারের আদরের ছোট ছেলে ইস্রাফিল।সে তার পরিবারের অভাব অনটন দূর করতে জীবিকার তাগিদে পাড়ি জমায় সুদূর ইরাক দেশে।সেখানে যাওয়ার পরবর্তী ৬ মাস হাড় ভাঙ্গা পরিশ্রম করে অর্থ উপার্জন করে বাবা মার অভাব পূরণের চেষ্টা করে।এর পরেই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার,শরীরে বাসা বাঁধে অজানা রোগ।সেদেশের ডাক্তারাও তার রোগ নির্ণয়ে ব্যর্থ হয়ে ভুলে চিকিৎসা করে।আর ভুল চিকৎসার ফলে তার শরীরিক ও মানসিক সমস্যা বাড়তে থাকে।বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং দেশে আসার জন্য বারবার আকুতি জানাচ্ছে।
সরেজমিন ছেলেটির বাড়িতে গিয়ে জানা যায়,ছেলেটি দেশে থাকতে তার সমবয়সীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতো,যারা তাদের বন্ধুর বর্তমান অবস্থায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।তার বাবা মা নিজেদের আদরের ছোট ছেলের অসুস্থতার সংবাদ শুনে পাগলপ্রায়।ছেলেটির বাবা মা,পাড়া প্রতিবেশীর একটা ই দাবী, তাদের ছেলেকে যত দ্রুত সম্ভব দেশে আনা হউক।
অসুস্থ ইসরাফিল কে দেশে ফিরে আনতে মা বাবা মাননীয় প্রধানমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।