পাইকগাছার হরিঢালীতে বিট পুলিশিং এর সভা অনুষ্ঠিত।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছার হরিঢালীতে বিট পুলিশিং এর সভা অনুষ্ঠিত।
পাইকগাছা উপজেলার ১ নং হরিঢালীতে বিট পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় হরিঢালী বিট অফিসার এস আই মনিরুজ্জামান হাজরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এসপি সার্কেল মোঃ হুমায়ুন কবির।
জানাগেছে,নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষন রোধে সারা দেশব্যাপী বিট পুলিশিং কার্যকরী ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহনের অংশ হিসাবে উপজেলার হরিঢালীতে এ কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যাক্ত করে প্রধান অতিথি উপস্থিত সর্বস্তরে মানুষের জ্ঞাতার্থে বলেন, নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে সরকার নতুন আইন পাশ করেছে। আপনারা এমন কিছু করবেন না যে নতুন এ আইনে আপনাদের উপর বর্তাবে। আজ থেকে এই ম্যাসেজটি বিট পুলিশিং এর মাধ্যমে সচেতনতার জন্য আমরা আপনাদের সজাগ করে দিচ্ছি। আমাদের আজকের স্লোগান “নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি নারী বান্ধব দেশ গড়ি”।
এ সময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা যথাক্রমে শেখ দিদার হোসেন, আব্দুল ওয়াদুদ, দেব প্রসাদ আচার্য, আব্দুল লতিফ সহ অন্যান্য মুক্তিযোদ্ধা বৃন্দ, ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রাজিব গোলদার। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবি মানুষ ও ছাত্রছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।