জেলার খবর

ফেসবুক গ্রুপ আইডি খুলে মানহানি করছে একটি প্রতারক চক্র ভুক্তভোগী রোজিনা সমাজ সেবক।

সাহাদাৎ হোসেন শাহীন,জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)

ফেসবুক গ্রুপ আইডি খুলে মানহানি করছে একটি প্রতারক চক্র ভুক্তভোগী রোজিনা সমাজ সেবক।

নারায়ণগঞ্জে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দুই বারের নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য রোজিনা আক্তার।

করোনাকালে এ নারীকে আটকাতে পারে নি কেউ। পরিবারের মায়া ত্যাগ করে, জনমানুষের সেবায় ও করোনায় আক্রান্ত হয়ে মৃত নারীদের গোসলে এগিয়ে গিয়েছেন তিনি।

ফেসবুক গ্রগ্রুপ আইডি খুলে প্রতারণা করছে একটি প্রতারক চক্র। ভুক্তভোগী রোজিনা আক্তার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন, “তার ফেসবুক আইডির নাম ও প্রোফাইল থেকে ছবি সংগ্রহ করে নতুন গ্রুপ আইডি তৈরি করে প্রতারণা করছে চক্রটি।” তবে কে বা কারা এই প্রতারক চক্রের সদস্য তা এখনো জানা সম্ভব হয়নি।

ফেসবুক অ্যাকাউন্ট ফলো করে তার সমস্ত ইনফরমেশন ব্যবহার করে হুবহু আরেকটি ফেসবুক গগ্রুপ তৈরি করেছে প্রতারক।

২১ সেপ্টেম্বর ( সোমবার ) ফেসবুকে প্রবেশ করেই নিজের নামের সঙ্গে অসঙ্গিত কিছু যুক্ত করে একটি গ্রুপ খোলা হয়েছে দেখতে পান রোজিনা আক্তার। তাৎক্ষণিকভাবেই নেন স্কিন শট এবং বিষয়টি অবগত করেন নিকটআত্মীয়দের।

এ ব্যাপারে রোজিনা বলেন, আমার মনে হয়, এই কুরুচিপূর্ণ কাজগুলো যে বা যারা করছে তারা আমাদের আশেপাশের পরিচিত কেউ। এই অসাধু কুরুচিপূর্ণ কাজ অঙ্কুরে বিনাশ না করলে এটা আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে আমি মনে করি। তাই আমরা এই সমস্যা থেকে মুক্তি চাই, প্রতিকার চাই।

তিনি আরো বলেন, এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমাদের মেয়েদের সবাইকে সজাগ থাকতে হবে, ঐকবদ্ধ থাকতে হবে প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতেও হবে।”ছেলে দিয়ে ফতুল্লা থানায় জিডি’র জন্য পাঠিয়েছি। মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button