সেনবাগে কুতুবেরহাট বাজার ব্যবসায়ী নির্বাচনে সামছল সভাপতি ও সোহেল সেক্রেটারি নির্বাচিত।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগে কুতুবেরহাট বাজার ব্যবসায়ী নির্বাচনে সামছল সভাপতি ও সোহেল সেক্রেটারি নির্বাচিত।
নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বাজার কুতুবের হাট বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন রবিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।১১ সদস্য বিশিষ্ট এ বাজার কমিটির নির্বাচনে ২টি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে সভাপতি পদে সামছল হক চেয়ার প্রতীকে ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়।সহ সভাপতি পদে বেলায়েত হোসেন সুমন টিয়া পাখি প্রতীকে ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়।সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সোহেল তালা প্রতীকে ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।সহ সাধারণ সম্পাদক পদে আবু নাছের সোহাগ সাইকেল প্রতীকে ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়।কোষাধ্যক্ষ পদে মোঃ জহির উদ্দিন বিমান প্রতীকে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।সাংগঠনিক সম্পাদক পদে মোশারেফ হোসেন চশমা প্রতীকে ও প্রচার সম্পাদক পদে আলা উদ্দিন মাইক প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
দপ্তর সম্পাদক পদে ইকবাল হোসেন টেবিল ফ্যান প্রতীকে ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়।অপরদিকে সদস্য পদে আজমীর হোসেন আপেল প্রতীকে ১৯৮ ভোট পেয়ে ১ম,সাহাব উদ্দিন ফুটবল প্রতীকে ১৭৪ ভোট পেয়ে ২য় ও ওমর ফারুক গোলাপ ফুল প্রতীকে ১৬৪ ভোট পেয়ে ৩য় সদস্য নির্বাচিত হয়। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কুতুবেরহাট টি এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসি ও সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মাহবুবুল হক কোম্পানি।