জেলার খবর

নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল এর হুশিয়ারি চাঁদাবাজ সন্ত্রাসীদের।

সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল এর হুশিয়ারি চাঁদাবাজ সন্ত্রাসীদের।

নারায়ণগঞ্জ জেলা যুবলীগে চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো স্থান নেই জানিয়ে হুঁশিয়ার করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল।

এ সময় তিনি আরো জানান, সংগঠনের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম বা চাঁদাবাজি করলে তাকে পুলিশে সোপর্দ করুন।

নারায়ণগঞ্জ জেলা যুবলীগের অনেক নেতা আছে কেন্দ্রের দোহাই দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজী সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে সংগঠনের পরিচয় দিয়ে যাচ্ছে। এই ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদের ও সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদলের দৃষ্টিগোচর হয়। বর্তমানে কেন্দ্র থেকে নতুন কোন কমিটি দেওয়া হয়নি নারায়ণগঞ্জ জেলায়, সাবেক কমিটি দিয়েই নারায়ণগঞ্জ জেলা যুবলীগ পরিচালিত হচ্ছে যেমন সভাপতি পদে আছেন আবদুল কাদের ও সাধারন সম্পাদক পদে আছেন ভিপি বাদল। যদি কোন যুবলীগের নেতা নিজেকে যুবলীগের কোন পদ হিসাবে কোথাও পরিচয় দিয়ে থাকে তাহলে অবিলম্বে যুবলীগের সভাপতি আবদুল কাদেরকে অথবা যুবলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদলেকে অবগত করবেন মোবাইল নাম্বারে ফোন করে জানান অথবা সরাসরি যোগাযোগ করুন উপরোক্ত কথা গুলো দলীয় সূত্রে জানা।

ভিপি বাদল বলেন, অতীতে অনেক নেতা নিজেকে বিভিন্ন স্থানে দলের পরিচয় দিয়ে সুবিধা নিয়েছে যা দলের জন্য অনেক ক্ষতি সাধন হয়েছে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরলতার সুযোগ নিয়ে আওয়ামীলীগ সহ অনেক নেতারা নামে বে নামে অনেককে আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনে অন্তরভুক্ত করেছে যার মাশুল নাকি দিতে হচ্ছে দলকে। তিনি আরো বলেন,আওয়ামীলীগের জম্ম হয়েছে দেশ ও জনসাধারনের সেবার জন্য এখন দেখা যাচ্ছে কিছু বহিরাগতরা এসে নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন বিভিন্ন অপকর্ম করে তাই আগামীতে পরিক্ষিত নেতাদের এবং আওয়ামীলীগের পরিবারের সন্তানদের নিয়ে গঠন করা হবে আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের কমিটি।

সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আবু হাসনাত মো: শহীদ বাদল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button