নোয়াখালীতে হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোহিঙ্গা যুবকের পলায়ন
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোহিঙ্গা যুবকের পলায়ন
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসাধীন এক রোহিঙ্গা যুবক পালিয়েছে। পলায়নকৃত মো.সালাম (২৫) কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুস শুক্কুরের ছেলে।
রোববার দুপুর ১২টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই রোহিঙ্গা যুবক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রোহিঙ্গা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থা থেকে পালিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শারীরিক অসুস্থতা দেখিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের রোহিঙ্গা ওয়ার্ডে ভর্তি হন।
সে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এখানে এসেছে বলে জানা যায়।নোয়াখালী জেনারেল হাসপাতালের রোহিঙ্গা ওয়ার্ডে ১ জন নায়েক ও ৪ জন করে পুলিশ কনস্টেবল সবসময় নিয়োজিত থাকে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, তাকে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।