জেলার খবর

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মৃধা বাড়ী প্রর্যটন কেন্দ্র খুলে দোওয়া হলো।

মোঃ হৃদয় হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মৃধা বাড়ী প্রর্যটন কেন্দ্র খুলে দোওয়া হলো।

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের মৃধা বাড়ী প্রর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলো।

প্রায় দীর্ঘ ছয় মাস পর সমাজিক দূরত্ব মেনে জনসাধারণের জন‍্য খুলে দেয়া হল মৃধা বাড়ী প্রর্যটক কেন্দ্র। পদ্মার তীরে এ বাড়ীর অবস্থান।

এ বাড়ী টির প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব‍্যবসায়ি ও সমাজ সেবক জনাব মো:ফারুক হোসেন, ইকবাল মৃধা। ব‍্যাক্তিগত অর্থ দিয়ে সাধারণ মানুষের জন‍্য একটি প্রর্যটন কেন্দ্র তৈরি করছে তিনি।যাতায়াতে ঢাকার অতি নিকটবর্তী হওয়াতে ১ঘন্টা সময় লাগে এ প্রর্যটন কেন্দ্রে আসিতে।দৈনিক প্রতিদিনের বার্তা “মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি শেখ মো:সোহেল রানা,সরজমিনে গিয়ে প্রর্যটন কেন্দ্রে কথা বলেন প্রর্যটন কেন্দ্রে আসা সাধারণ মানুষের সাথে।

তেমনি একজন ইশরাত জাহান বলেন, তিনি ঢাকা দোলাই পাড় থেকে সহপরিবারে এসেছেন মৃধা বাড়িতে।প্রর্যটন কোন্দ্রটি খুবই সুন্দর অনেক আনন্দ লাগছে এবং আর এক প্রর্যটক ঢাকা লালবাগ থেকে আসা শাকিল বলেন, এখনে আসিতে পেরে খুবই আনন্দ লাগিতাছে। তিনি সহপরিবারে এসেছেন পরিবারের সবাই খুবই আনন্দ উপভোগ করছে।

উল্লেখ্য করোনা কাল কেটে ওঠেছে বাংলাদেশ।পদ্মার নদী ভাঙ্গন এলাকায় এ প্রর্যটন কেন্দ্রটির অবস্থান।এখানে প্রবেশে কোন ফ্রি দিতে হয় না, জনসাধারণের জন‍্য সব সময় খোলা থাকে বিশেষ করে ছুটি দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button