সেনবাগে রাস্তা নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নোয়াখালীর সেনবাগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) তত্ত্বাবধানে পূর্ণ নির্মাণাধীন সেনবাগ গাজীরহাট চৌ-মোড় থেকে কুমিল্লার বক্সগঞ্জ সড়কের ২৮৫০ মিটার দৈঘ্য ও ৩.৭ মিটার প্রস্থের ওই সড়কের নির্মাণ কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্স ১ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ের পূর্ণ নির্মাণ কাজ করছে।
রাস্তাটিতে ঢালাইয়ের আগে কেরোসিন ও বিটুমিনের মিশ্রণে প্রাইমকোড ও টেককোড দিয়ে পাথর ঢালাই দেওয়ার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান তা না করে ও রাস্তাটি ভালো করে পরিস্কার না করেই ঢালাই দিয়ে দিচ্ছেন।
এলাকাবাসী এর প্রতিবাদ করলেও কর্ণপাত করছেনা ঠিকাদারি প্রতিষ্ঠান। এ বিষয়ে সেনবাগ উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহিনুর আলমকে অবহিত করা হলে তিনি বিষয়টি দেখবের বলে জানান।