দেশের অবস্থা স্বভাবিক হলেও, বেকার মাইক লাইটিং ব্যাবসায়ীরা।
আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি-(যশোর)
দেশের অবস্থা স্বভাবিক হলেও, বেকার মাইক লাইটিং ব্যাবসায়ীরা।
করোনা ভাইরাস মহামারিতে বাংলাদেশ সহ সারাবিশ্বের মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন।দির্ঘদিন পরে দেশের অবস্থা স্বভাবিক হলেও এখনো সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষ করে মাইক লাইটিং ব্যাবসায়ীদের চরম দুর্ভোগ ও কষ্টের মধ্যে জিবন জাপন করতে হচ্ছে। লক্ষ লক্ষ টাকার মালামাল থাকতেও অসহায় হয়ে পড়েছেন।
মনিরামপুর উপজেলার বিলাল সাউন্ড সিস্টেম ও সুজন সাউন্ড সিস্টেমের মালিকের সাথে কথা হলে তারা জানান, ইতিমধ্যে আমাদের মাইক লাইটিং দের নিয়ে একটি সমিতি করা হয়েছে। সমিতির উদ্যোগে সরকারী সাহায্য সহযোগিতা পেতে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে কর্মসূচি পালন করা হয়।
তবে এখনো পর্যন্ত আমরা সরকারীভাবে কোন সাহায্য সহযোগিতা পাইনি। তাদের এই চরম দুর্দিনে সরকারের নিকট সাহায্য সহযোগিতার জন্য তারা বিভিন্ন মিটিং সামাবেশে আবেদন জানান, এবং মনিরামপুর ইউএনও বারাবর স্বারকলিপি প্রদান করেন।