শুরুতেই যোগ্যতার প্রমাণ রাখলেন ভাটেরচর দে, এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যাংকার সাখাওয়াত হোসেন।
মো:হৃদয় হোসেন, ভাটেরচর প্রতিনিধি-ঃ
শুরুতেই যোগ্যতার প্রমাণ রাখলেন ভাটেরচর দে, এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যাংকার সাখাওয়াত হোসেন।
অদ্য১২ সেপ্টেম্বর বিকাল চার ঘটিকার সময় ভাটেরচর দেওয়ান এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্বাচিত বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত হোসেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি করেন।
বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য ও শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতির বক্তব্যে জনাব সাখাওয়াত হোসেন বলেন প্রতিযোগিতার বিশ্বায়নে বিশেষ করে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানেরঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ ও সমন্বয়ের মাধ্যমে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে অচিরেই আমরা এই স্কুলের সুনাম অক্ষুণ্ন রাখতে এবং সারা দেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে পারবো।
সভায় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সাখাওয়াত হোসেন, শিক্ষক প্রতিনিধি আফজাল হোসেন, শিক্ষক প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হালিমা আক্তার, অভিভাবক সদস্য মিন্টু খন্দকার, অভিভাবক সদস্য নজরুল ইসলাম সিকদার, অভিভাবক সদস্য আবুল কালাম খোকন, অভিভাবক সদস্য মোঃ মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ফিরোজা বেগম দাতা সদস্য সোলায়মান দেওয়ান ও কো-অফ্ট সদস্য সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব ফারজানা ইয়াসমিন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।