ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ও যুব অধিকার পরিষদের উদ্যোগে ৩৩৮ প্রবাসীর মুক্তির দাবিতে মানববন্ধন।
মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ও যুব অধিকার পরিষদের উদ্যোগে ৩৩৮ প্রবাসীর মুক্তির দাবিতে মানববন্ধন।
বাহরাইন,ভিয়েতনাম ও কুয়েত থেকে প্রতারিত হয়ে বাংলাদেশে ফেরত ৩৩৮ প্রবাসীর মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা ৩৩৮ প্রবাসীর মুক্তির পাশাপাশি সাংবাদিক কাজল ও দিদারুল সহ ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী সকলের মুক্তির দাবি জানান।
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান বলেন,স্বাধীন বাংলাদেশের অভুদ্যয়ের ইতিহাসে ছাত্রসমাজের ভুমিকা অতুলনীয়। সব আন্দোলনেই ছাত্রদের সম্মিলিত অংশগ্রহণ ছিল। বিতর্কিত ৫৪ ধারায় আটককৃত ৩৩৮ প্রবাসীর মুক্তি না দিলে প্রতিট উপজেলাতে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃজুয়েল মিয়া বলেন,সরকারকে জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাংবাদিক, শিক্ষক,ছাত্রসহ সকল জনগনের মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখার জোর দাবি জানান তিনি।
জেলা সহ সভাপতি কাজী রাজীউর রহমান তানভীর বলেন,দেশের অর্থনীতিতে অগ্রনী ভুমিকা রাখা প্রবাসীরা দেশের সম্পদ।রেমিট্যান্স যোদ্ধারা দেশের অহংকার।তাদের যথাযথ মূল্যায়ণ করা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।
জেলা দপ্তর সম্পাদক শাহিল আহমেদ জীবন বলেন,
৩৩৮ প্রবাসীর অপরাধ একটাই তারা দালাল চক্রের বিরুদ্ধে বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করেছিল। তারা নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে চেয়েছিল কিন্তু তাদের ন্যায্য দাবি এবং অভিযোগ গ্রহনযোগ্য না করে তাদের বিতর্কিত ৫৪ ধারা জারি করে পাঠানো হয়েছে জেলে,যা খুব লজ্জাজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি মূসা ইসলাম,সহ সভাপতি সোহা কবির তিন্নী,সাংগঠনিক সম্পাদক কিবরিয়া মাহবুব,সহ সাংগঠনিক সম্পাদক তাসকিন আহমেদ রনি,দপ্তর সম্পাদক শাহিল আহমেদ জীবন,অর্থ সম্পাদক মুস্তাকিম,মাসুম আহমেদ,শাহজাদা সাইফুল,লুতফর রহমান তারেক,সালমান ইসলাম আরিয়ান,বুরহান, যুবনেতা আকাশ, হিজবুল্লাহ হেলালী প্রমূখ।