জেলার খবর

সাংবাদিকদের মতবিনিময় সভায় ডেকে নিয়ে অবমূল্যায়ন করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নবাগত ইউএনও আতিকুল ইসলামের বিরুদ্ধে।

সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)

সাংবাদিকদের মতবিনিময় সভায় ডেকে নিয়ে অবমূল্যায়ন করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নবাগত ইউএনও আতিকুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় সোনারগাঁয়ের সাংবাদিক মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে। ৩ সেপ্টেবার বৃহস্পতিবার সকাল ১০টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে নবাগত ইউএনও আতিকুল ইসলাম।

সকাল ১০টায় স্থানীয় সাংবাদিকরা উপজেলা পরিষদ সভাকক্ষে উপস্থিত হলেও দেড় ঘন্টা পর সাড়ে ১১টার দিকে ইউএনও আতিকুল ইসলাম উপস্থিত হয়ে সভা কার্যক্রম শুরু করে। এ সময় আতিকুল ইসলামের পছন্দের গুটি কয়েকজন সাংবাদিককে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়। এ সময় সোনারগাঁয়ের জৈষ্ঠ্য কয়েকজন সাংবাদিক বক্তব্য দিতে চাইলে আতিকুল ইসলাম তাদের কথা বলার সুযোগ দেয়নি।

এতে সাংবাদিকরা মনোক্ষুন্ন হয়। এদিকে সভাকক্ষ থেকে বের হয়ে সোনারগাঁও জার্নালিস্ট ফোরামের সভাপতি সাংবাদিক জাকির হোসেন ঝন্টু বলে, “আমি প্রায় তিন দশক ধরে সোনারগাঁয়ে ন্যায় নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছি। আজকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে সোনারগাঁয়ের সর্বশেষ ইউনিয়ন সাদিপুর থেকে প্রায় ৫০০ টাকা খরচ করে মতবিনিময় সভায় দুটি কথা বলার জন্য এসেছিলাম। কিন্তু ইউএনও’র পছন্দের গুটি কয়েকজন সাংবাদিককে কথা বলার সুযোগ দেন”।

এছাড়া সাংবাদিক দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম মৃধা, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক নতুন সময় পত্রিকার প্রতিনিধি শাহাজালালসহ আরও অন্যান্য সাংবাদিকরা বলেন,“কোন বক্তব্য দেয়ার সুযোগ না দিয়ে সাংবাদিকদের অপমান করেছেন”।

এ ব্যাপারে কয়েক দফা ফোন করলেও সোনারগাঁও ইউএনও আতিকুল ইসলাম কলটি রিসিভ করে নাই। সোনারগাঁ ইউএনও আতিকুল ইসলাম দায়িত্বে অবহেলা করছে। যেমন তথ্য ও লিখিত অভিযোগ পেয়েও পরিবেশ দূষণকারী এবং দখলদারদের বিরোদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে জানা যায়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button